মালদায় করোনায় আক্রান্ত দুই বছরের শিশু
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 27
- 1 min read
এবার করোনা ভাইরাসের হদিশ মিলল মালদায়। মালদা মেডিকেলে চিকিৎসাধীন দুই বছরের এক শিশুর করোনা ধরা পড়েছে। আপাতত ওই শিশু সুস্থ রয়েছে বলে মেডিকেল সূত্রে খবর।
মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায় জানান, ইংরেজবাজারের একটি গ্রাম এলাকার এক শিশু জ্বর, সর্দি, কাশি নিয়ে গত শনিবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা করতে গিয়ে ওই শিশুর করোনা রিপোর্ট পটিজিভ আসে। প্রথমে ওই শিশুকে পিআইসিইউ-তে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বর্তমানে পেডিয়াট্রিক ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখনও আমাদের কাছে নতুন করে কোনোরকম নির্দেশিকা আসেনি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios