top of page

মহদিপুর বোমাবাজির ঘটনায় গ্রেফতার দুই মহিলা

Updated: Sep 25, 2020

মহদিপুর বোমাবাজি কাণ্ডে দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার তিনজনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



ধৃতদের নাম জুমা ঘোষ, সরস্বতী ঘোষ এবং দেবকুমার ঘোষ। উল্লেখ্য, মহদিপুর আন্তর্জাতিক স্থলবন্দরের পার্কিং দখলদারিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বোমাবাজি শুরু হয়। বৃহস্পতিবার সকালেও চলতে থাকে বোমাবাজি। বোমার আঘাতে গুরুতর আহত হন তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে পুলিশবাহিনী। ঘটনার তদন্তে নেমে দুই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page