পাচার রুখতে বিএসএফের গুলি, গুলিবিদ্ধ দুই
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 24, 2021
- 1 min read
সীমান্তে গুলিবিদ্ধ দুই যুবক। বিএসএফের গুলিতে আহত হয়েছে ওই দুই যুবক। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
আহত দুই যুবকের নাম টুটুল শেখ (২৫), বাইরুল শেখ (২২)। তারা বৈষ্ণবনগরের শোভানগরের বাসিন্দা। জানা গিয়েছে, শোভাপুর এলাকায় কয়েকজন পাচারকারী ফেনসিডিল পাচার করছিল। ফেনসিডিল পাচার রুখতে বিএসএফ এগিয়ে আসে। পাচারে বাধা পেয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারীরা। পালটা দুই রাউন্ড গুলি চালায় বিএসএফ। এতেই গুলিবিদ্ধ হয় ওই দুই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভাপুর বিওপি এলাকায় গঙ্গা নদীর ধারে শোভাপুর আউটপোস্ট রয়েছে। সেই আউটপোস্ট এলাকায় বেশ কিছু অংশে সীমান্তের কাঁটাতারের বেড়া বিহীন রয়েছে। সেই জায়গা দিয়ে কাফ সিরাপ পাচার করতে যাচ্ছিল পাচারকারীরা।
যদিও আহত দুই যুবকের বাবার দাবি, ঘটনার সময় টুটুল ও বাইরুল বাড়িতে শুয়ে ছিল। বিএসএফের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর দুই ছেলেকে আঘাত করে। বর্তমানে তাঁর দুই ছেলে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
[ আরও খবরঃ পাগলামি, নাকি বর্ন কিলার৷ আসিফে ঘাম ঝরছে পুলিশের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments