top of page

পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই পড়ুয়ার

উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু দুই ছাত্রের৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার মতিগঞ্জ সংলগ্ন এলাকায়৷ ঘটনার জেরে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কিছু সময়ের জন্য সামসি-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সামসি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত দুই পরীক্ষার্থীর নাম তন্ময় প্রামানিক ও রেহান আখতার৷ দু’জনেরই বাড়ি রতুয়া ২ নম্বর ব্লকের বল্লভপুর গ্রামে৷ তারা সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হয়েছে। আজ ছিল ইংরেজি পরীক্ষা। দুই বন্ধু মোটরবাইক নিয়ে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। মতিগঞ্জ পার করে রতুয়ায় যাওয়ার পথে হঠাৎ সামনে থেকে আসা একটি পিক-আপ ভ্যান মোটরবাইককে মুখোমুখি ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন দুজনে। মাথায় হেলমেট না থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ঘাতক পিক-আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি দোকানের ভেতরে চলে যায়। পরিস্থিতি বুঝে গাড়ি ছেড়ে পালিয়ে যান ভ্যানের চালক ও খালাসি৷


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

স্থানীয় লোকজন তড়িঘড়ি দুই বন্ধুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা সাদেক আলি জানান, আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় বিকট শব্দ হয়৷ দেখি, একটি গাড়ি আমাদের দোকানের দিকে দ্রুতগতিতে ছুটে আসছে৷ আমরা ভয়ে পালাতে শুরু করি৷ রাস্তায় ছেলে দুটোকে কোন গাড়ি ধাক্কা মেরেছে তা বলতে পারব না৷ কিন্তু দু’জনেরই মৃত্যু হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page