top of page

ব্রাউন শুগার কারবারীদের সঙ্গে গ্রেপ্তার দুই পুলিশকর্মীও

ব্রাউন শুগার বিক্রি করতে এসে এএসআই ও এনভিকর্মীর হাতে ধরা পড়েছিল দুই কারবারী। তাদের আটক করে টাকার দাবির অভিযোগ এএসআই ও এনভিকর্মীর বিরুদ্ধে। খবর পেয়ে দুই কারবারীকে উদ্ধার করে চারজনকেই গ্রেপ্তার করে মিলকি ফাঁড়ির পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এদিকে, এই ঘটনা নিয়ে জেলা পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।



ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মহম্মদ মোস্তাফা ও আবদুল মান্নান নামে দুই ব্যক্তিকে ব্রাউন শুগার সহ আটক করে মানিকচকের বালুটোলা আউটপোস্টে কর্মরত এএসআই মহম্মদ সফিকুল ইসলাম ও এনভিএফ কর্মী মহম্মদ সফিকুল। মোস্তাফা ও আবদুলকে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করে দুই পুলিশকর্মী। কিছু টাকা জোগাড় হলেও আরও টাকার দাবিতে দু’জনকেই মিলকি এলাকায় আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই কারবারী ও দুই পুলিশকর্মীকে গ্রেপ্তার করে মিলকি ফাঁড়ির পুলিশ। ধৃতদের আজ ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page