top of page

বিএসএনএল অফিসের চুরির কিনারা পুলিশের, গ্রেফতার দুই

বিএসএনএল দপ্তরে চুরির কিনারা করল রতুয়া থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। ধৃতরা হল হল মানজার হক (৩৮) ও আজমল সেখ (৩২)। দুজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। বুধবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।



পুলিশসূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি গভীর রাতে সামসী বিএসএনএল দপ্তরে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। ঘটনার পর বিএসএনএল দপ্তরের ইঞ্জিনিয়ার অশোককুমার নায়ক রতুয়া থানার চুরির অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে রতুয়া থানার পুলিশ মানজার হোক ও শেখ আজমালের এই ঘটনায় জড়িত থাকার হদিশ পায়। গত ১৪ ফেব্রুয়ারি কালিয়াচক থানার পুলিশ ও রতুয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে ওই দুই ব্যক্তিকে। ধৃতদের হেপাজত থেকে ৬-৭টি ব্যাটারি উদ্ধার হয়। পরের দিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতের মাধ্যমে চারদিনের পুলিশি হেপাজত থেকে পুলিশ। আজ ফের ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page