হায়দরাবাদ থেকে গ্রেপ্তার কালিয়াচকে খুনের ঘটনার দুই অভিযুক্ত
কালিয়াচকের দারিয়াপুরে খুনের ঘটনায় দুই মূল অভিযুক্তকে হায়দরাবাদ থেকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের খোঁজে জেলা পুলিশের তরফে মহারাষ্ট্র ও কর্ণাটকেও তল্লাশি চালানো হয়েছিল। এই ঘটনায় আরও দুই ব্যক্তিকে চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি তৃণমূল নেতা আতাউল শেখ ওরফে হাসাকে প্রকাশ্য দিবালোকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠেছিল। আহত হয়েছিলেন আরও দুজন। ঘটনাস্থলে গুলি চালানোর অভিযোগও তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ।

ঘটনাপ্রসঙ্গে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, কালিয়াচকের দারিয়াপুর এলাকায় খুনের ঘটনায় মূল অভিযুক্ত আবদুল আলিম ওরফে জাকির ও তার সঙ্গী জাবিউল মোমিনকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও দু’জনের খোঁজে তল্লাশি জারি রয়েছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে মালদায় নিয়ে আসা হচ্ছে। তদন্তে উঠে এসেছে, এটা কোনও পরিকল্পনা মাফিক খুন নয়। ঘটনার ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে কার কাছে সেই আগ্নেয়াস্ত্র ছিল তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ঘটনাস্থলে গুলি চালানোর কোনো প্রমাণ তদন্তে এখনও পর্যন্ত উঠে আসেনি। ঘটনাস্থল থেকে একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments