সোনার দোকানে চুরি করতে এসে ধরা পড়ল দুই চোর
সোনার দোকানে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই চোর। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের মকদমপুর কালীতলা এলাকায়। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
ধৃতদের নাম সালাম আলি (১৯) ও আনজারুল হক (২১)। সালামের বাড়ি হরিশ্চন্দ্রপুরের বারঘরিয়া এলাকায়। আনজারুল বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে চাঁচলের মকদমপুর কালীতলা এলাকায় ভৈরবকুমার সাহার সোনার দোকানের সাটার ভেঙে চুরি করতে আসে চার দুষ্কৃতী। সাটার ভাঙার শব্দে প্রতিবেশীরা ছুটে এলে দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাকি দুই জনকে ধরে ফেলে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। চাঁচল থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুই চোরকে থানায় নিয়ে যায়। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ পুল-গ্যারেজ বদলে ইংরেজবাজারে সুফল বাংলা স্টল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios