নিহত শ্রমিকদের পাশে ফিরহাদ, ক্ষতিপূরণ হাতে কান্নায় ভাঙল পরিবার
মুখ্যমন্ত্রীর নির্দেশে কাশী বিশ্বনাথ মন্দির সংস্কারের কাজে জড়িত দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে আজ মালদায় এলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম৷ রাজ্য সরকারের তরফে তিনি নিহতদের পরিবারের সদস্যদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন৷ আহতদের প্রত্যেকের হাতে তুলে দেন ৫০ হাজার টাকার চেক৷ প্রধানমন্ত্রীর নির্বাচনি কেন্দ্রে এমন দুর্ঘটনা নিয়ে তিনি যোগী সরকারকে কটাক্ষও করেন৷
উল্লেখ্য, গতকাল ভোরে কাশীর বিশ্বনাথ মন্দির সংলগ্ন বহু পুরোনো একটি বাড়ি ধসে মৃত্যু হয় মালদার দুই শ্রমিকের৷ দু’জনেই কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা৷ আহত হন আরও ছ’জন৷ তাঁদের সেখানকার একটি হাসপাতালে ভরতি করা হয়৷ এই খবর পেয়ে তৎপরতা শুরু হয় প্রশাসনের৷ রাজ্য সরকারের নির্দেশে গতকালই মৃত ও আহতদের তথ্য নেন কালিয়াচক ১ ব্লকের বিডিও৷ রাজ্যের তরফেও দুটি মৃতদেহ ও আহত ছ’জনকে জেলায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়৷ শেষ পর্যন্ত আজ ভোরে মরদেহ দু’টির সঙ্গে আহতরাও ঘরে ফিরে এসেছেন৷ সকালে মৃতদেহ দু’টি কবরস্থ করা হয়৷
দুপুরে হেলিকপ্টারে ফরাক্কায় নেমে শেরশাহী গ্রামে পৌঁছোন ফিরহাদ হাকিম৷ সেখানে একটি মাদ্রাসা প্রাঙ্গণে মৃতদের পরিজন সহ আহতদের উপস্থিত করা হয়েছিল৷ মন্ত্রী মৃতের স্ত্রীদের হাতে দু’লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন৷ তিনি জানান, ‘আহতদের এখানেই চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে৷ বেনারসে আর কেউ আহত রয়েছেন কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে৷ তবে প্রধানমন্ত্রীর নির্বাচনি কেন্দ্রে এমন দুর্ঘটনা ভাবা যাচ্ছে না৷ ওই রাজ্যের সরকার যে মৃতদের দুটি গঙ্গায় না ভাসিয়ে বাড়িতে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ৷’
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments