ব্রাউন শুগার সহ গ্রেফতার এক মহিলা সহ দুই
৯০ গ্রাম ব্রাউন শুগার সহ এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশের একটি দল শ্রীরামপুর এলাকায় হানা দিয়ে এক মহিলা ও এক যুবকের হেপাজত থেকে ৯০ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করে৷ গ্রেফতার করা হয় দু’জনকে৷ ধৃতদের নাম উনজেলা বিবি (৩৬) ও হায়দর আলি (২৫)। কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ৯০ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentar