যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টা দুয়েক রেললাইনে দাঁড়িয়ে থাকল ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস। পরে রেলের কর্তারা ও ইঞ্জিনিয়াররা এসে ত্রুটি সারালে ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওয়ানা হয়। গোটা ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা।
জানা গেছে, ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস (#TeestaTorsaExpress) মালদা টাউন স্টেশন থেকে ছাড়ার পর শহরের হ্যান্টাকালী সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে পড়ে। রেলসূত্রে অনুযায়ী ইঞ্জিনের ক্যাঁচার ভেঙে যাওয়ার ট্রেনটি দাঁড় করাতে বাধ্য হন চালক। খবর দেওয়া হয় মালদা টাউন স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল কর্তারা ও ইঞ্জিনিয়াররা। ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় যান্ত্রিক ত্রুটি সারানো হয়। এরপরে ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওয়ানা হয়। এই ঘটনার জেরে ঘণ্টা দুয়েক ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যহত হয়। এদিকে, ঘটনাপ্রসঙ্গে রেল কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীদের একাংশ।
Comments