লরি-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই
শীতের মরশুম আসতেই দেখা মিলতে শুরু করেছে কুয়াশার। কুয়াশার জেরে লরির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৮১ নম্বর জাতীয় সড়কে।
মৃতদের নাম সঞ্জীব সাহা (২৩) এবং কিষাণ রায় (২৬)। দুজনেরই বাড়ি চাঁচল ২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডারণ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সঞ্জীব ও কিষাণ বাইকে চেপে শ্রীপুর থেকে সামসীর পথে রওনা হয়েছিলেন। সেই সময় উলটো দিক থেকে আসা মালবোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সঞ্জীব সাহার। আশঙ্কাজনক অবস্থায় কিষাণকে উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে ভরতি করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই মৃত্যু হয় কিষাণের। এদিকে, দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইক ও লরিটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare