মাস পয়লার বেতন পেতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত
top of page

মাস পয়লার বেতন পেতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত

দু’দিনের ব্যাংক ধর্মঘটে বন্ধ থাকছে সমস্ত এটিএম৷ মাস পয়লায় ব্যাংক ও এটিএম একসঙ্গে বন্ধ থাকায় সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে৷ ধর্মঘটের কারণে শুক্র ও শনিবার এটিএম কাউন্টারগুলি বন্ধ থাকবে, এরপর রোববার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ সোমবারের আগে হাতে বেতন পাবেন না চাকুরীজীবীরা। তবে সাধারণ মানুষের জন্যই এই ব্যাংক ধর্মঘট বলে দাবি করেছেন ব্যাংক কর্মীরা৷



শুক্রবার থেকে দু’দিনের ব্যাংক ধর্মঘট শুরু হল৷ ইউনিয়ন ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস্-এর দু’দিনের ধর্মঘটের প্রভাব দেখা দিল মালদাতেও৷ জেলার সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের পাশাপাশি বন্ধ থাকছে সমস্ত এটিএমও৷ ধর্মঘটীদের পক্ষে এক ব্যাংক কর্মী জানান, জনসাধারণের স্বার্থেই এই ধর্মঘট৷ কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়েছিল৷ কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় এই ধর্মঘট৷ গোটা দেশে যখন বেকারত্ব বেড়েই চলেছে, তখন ব্যাংকের বিভিন্ন স্তরে শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না৷ ব্যাংক অফিসারদের কাজের কোনও সময়সীমা নেই৷ লোকবল কম থাকলেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে ব্যাংক কর্মীদের কাজ করে যেতে হচ্ছে৷ সম্প্রতি আধার কার্ডের দায়িত্বও ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে৷ এসবের প্রতিবাদেই এই ধর্মঘট৷ ব্যাংক বন্ধ থাকলে সাধারণ মানুষের অসুবিধা হবে ঠিকই৷ কিন্তু অনেকেই বুঝতে পারছেন না ব্যাংক কর্মীরা সাধারণ মানুষের জন্যই এই ধর্মঘটে শামিল হয়েছেন৷ ব্যাংক কর্মীরা ধর্মঘটের দু’দিন নিজেদের মাইনে পাবেন না৷ অর্থাৎ দু’দিনের মাইনের বদলে এই ধর্মঘট করা হচ্ছে৷


প্রতীকী ছবি।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page