top of page

সাড়ে ১২ লক্ষ টাকার জালনোট সহ ধৃত দুই

সাড়ে ১২ লক্ষ টাকার জালনোট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। বুধবার ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক খানার পুলিশ গোলাপঞ্জ এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই তরুণের হেপাজত থেকে উদ্ধার হয় ১২ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট। গ্রেপ্তার করা হয় দুই তরুণকে। ধৃতদের নাম রিন্টু শেখ (২৪) ও সেরাজুল শেখ (৩৪)। ধৃতরা কালিয়াচকের খড়িবোনা এলাকার বাসিন্দা।


ree

পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, কালিয়াচক থানার পুলিশ তথ্যের ভিত্তিতে হানা দিয়ে সাড়ে ১২ লক্ষ টাকার জালনোট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার। গত দশ দিনে জেলা জুড়ে প্রায় ২৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে। পৃথক ঘটনায় উদ্ধার হওয়া জালনোটগুলির মধ্যে কোনও মিল রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে বাংলাদেশ যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page