মালদা টাউন স্টেশন থেকে দেড় কোটির মাদক সহ গ্রেপ্তার দুই
- আমাদের মালদা ডিজিট্যাল
- 7 days ago
- 1 min read
পাচারের আগেই দেড় কোটি টাকার মাদক সহ কালিয়াচকের দুই কারবারীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। শনিবার ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ শুক্রবার রাতে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় ৩১৬ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকা।

জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানিয়েছেন, গতকাল রাতে খবর আসে দুই মাদক কারবারী মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ধরে মাদক পাচারের চেষ্টা চালাতে চলেছে। সেই সূত্রে ধরেই রাত সাড়ে দশটা নাগাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দুই যুবককে আটক করা হয়। তারা সাবান কেসে লুকিয়ে ব্রাউন সুগার পাচারের চেষ্টা চালাচ্ছিল। দুই যুবকের হেপাজত থেকে ৩১৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে। ধৃতদের নাম নাজিব আক্তার ও মহম্মদ ফিরোজ মোমিন। ধৃতদের বাড়ি কালিয়াচকের যদুপুর এলাকায়।
আইসি আরও জানান, প্রাথমিক জেরায় ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচক থেকে কাটিহারে নিয়ে যাওয়ার কথা জানিয়েছে। এই চক্রের আরও পাণ্ডাদের খোঁজ পেতে ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন