top of page

মালদা টাউন স্টেশন থেকে কোটি টাকার মাদক সহ ধৃত দুই

কোটি টাকার ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট সহ বিহারের দুই কারবারীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


রেলওয়ে পুলিশের ডিএসপি পরিজাত সরকার জানান, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মালদা টাউন স্টেশনের ২-৩ নম্বর প্ল্যাটফর্মে দু’জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। দুই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৩৭ গ্রাম ব্রাউন সুগার ও ৪৩৮ গ্রাম ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৬ লক্ষ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য ২ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃতদের নাম মহম্মদ বসির ও গুড্ডু কুমার। দুজনেই বিহারের বাসিন্দা। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ফাইল চিত্র।
ফাইল চিত্র।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page