ব্রাউন শুগার সহ গ্রেপ্তার দুই, তদন্তে পুলিশ
৩০১ গ্রাম ব্রাউন শুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
![](https://static.wixstatic.com/media/73f23a_bc39dff34196494c825b3d812cc5412c~mv2.jpeg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/73f23a_bc39dff34196494c825b3d812cc5412c~mv2.jpeg)
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ বাবুন গ্রাম মাদ্রাসা পাড়া এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী একটি ছোটো গাড়ি সহ দুই যুবককে আটক করে পুলিশ। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০১ গ্রাম ব্রাউন শুগার। গ্রেফতার করা হয় গাড়ির চালক সহ আরও এক যুবককে। ধৃত দুই যুবকের নাম ওয়াসিম শেখ (২৬) ও শামীম আখতার (২০)। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের মোসিমপুর বেলতলা এলাকায়। ধৃতরা উদ্ধার হওয়া ব্রাউন শুগার কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires