top of page

ভোররাতে পুলিশের হানায় মিলল ১৩টি চোরাই মোবাইল, গ্রেফতার দুই

১৩টি চোরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


Two arrested with 13 stolen mobile phones in Sujapur police raid
সুজাপুরে পুলিশের হানায় ১৩টি চোরাই মোবাইল সহ গ্রেফতার দুই

কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোহম্মদ আজমল হক (২৬) ও আজিজ আলমান (১৯)। ধৃতরা কালিয়াচকের ছোটো সুজাপুর এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গোপনসূত্রে খবর পেয়ে এএসআই রোহিত দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ভোররাতে ছোটো সুজাপুর এলাকায় হানা দিয়ে চোরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তদন্তের জন্য সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page