top of page

ধর্মঘট সফল করতে কনভেনশন ইংরেজবাজারে

২৬ নভেম্বর সারাদেশ ব্যাপী ধর্মঘট সফল করতে আয়োজিত হল কনভেনশন। মালদা গার্লস হাইস্কুলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও ফেডারেশনগুলির আহবানে আয়োজিত কনভেনশনে উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম, আইএনটিটিইউসির জেলা সভাপতি লক্ষ্মী গুহ সহ অন্যান্যরা।উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় সরকারের শ্রমজীবী এবং সাধারণ জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ওপর প্রবল আক্রমণের প্রতিবাদে ও পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী নীতির বিরুদ্ধে সারা দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও ফেডারেশনগুলির আহবানে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘটকে সফল করতেই এই কনভেনশনের আয়োজন করা হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page