মধুচক্রের পাশাপাশি ব্লু ফিল্ম তৈরির অভিযোগ মালদায়
ফের মধুচক্র মালদায়! শুধু মধুচক্র নয় পাশাপাশি ব্লু ফিল্ম তৈরির অভিযোগ উঠেছে মালদা শহরের সুভাষপল্লিতে। এই ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
মালদা শহরে বেশ কয়েক জায়গায় কয়েকদিন ধরেই মধুচক্রের আসরের অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মালদা শহরের একটি লজে ও একটি বাড়িতে মধুচক্রের সন্ধান পায় পুলিশ। গ্রেফতারও হয় বেশ কয়েকজন। গতকাল ফের মধুচক্রের হদিশ পাওয়া গেল। এবারে মালদা শহরের সুভাষপল্লিতে। গতকাল সন্দেহ হওয়ায় নার্সিং ট্রেনিং সেন্টারের জন্য ভাড়া নেওয়া একটি অফিসের তালা ভেঙে দুই মহিলা ও দুই পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। পুলিশ এসে পৌঁছনোর আগেই দুই পুরুষ স্থানীয় বাসিন্দাদের হাত থেকে পালিয়ে যায়। পুলিশ এসে দুই মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃত দুই মহিলাকে আজ জেলা আদালতে পেশ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকে ল্যাপটপ সহ বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছে।
[ আরও খবরঃ চাঁচলে নেতার দাদাগিরির বিরুদ্ধে সরব ব্যবসায়ীরা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments