৪ লক্ষ টাকার মাদক তৈরির কাঁচামাল সহ গ্রেফতার দুই
১ কেজি ৮০০ গ্রাম পোস্তর আঠা সহ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ চাঁচল ২ ব্লকের জালালপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী ওই এলাকায় দুই ব্যক্তিকে পোস্তর আঠা পাচার করতে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৮০০ গ্রাম পোস্তর আঠা। উদ্ধার আঠার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। ধৃতদের নাম জহরুল ইসলাম ও জামিরুল আলম। ধৃতরা দুজনেই জালালপুরের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিক্রি করার উদ্দেশ্যে ধৃতরা বৈষ্ণবনগর এলাকা থেকে ওই মাদক দ্রব্য নিয়ে এসেছিল। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।

[ আরও খবরঃ শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ হরিশ্চন্দ্রপুরে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários