পার্কিংয়ে থাকা আস্ত একটি বাস চুরির চেষ্টা!
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 24, 2022
- 1 min read
পার্কিংয়ে থাকা আস্ত একটি বাস চুরির চেষ্টা! পুলিশের হাতে ধরা পড়ল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায়।
জানা গিয়েছে, মালদা-কলকাতাগামী একটি দূরপাল্লার স্লিপার বাস মালদা শহরের রবীন্দ্রভবন সংলগ্ন একটি পেট্রোল পাম্পে পার্কিং করে রাখা ছিল। রাতে বাসটি মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। দুপুরে বাসের মধ্যে ঘুমোচ্ছিলেন চালক ও অন্যান্য কর্মীরা। অভিযোগ, সেই সময় এক দুষ্কৃতী গাড়িতে উঠে বাসটি চালিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। হঠাৎ বাসটি চলতে থাকায় ঘুম ভেঙে যায় চালকের। বাস থামাতে বললে চালককে প্রাণে মারার হুমকি দেয় ওই দুষ্কৃতী। গাড়ির চালক চিৎকার শুরু করলে রবীন্দ্রভবন ট্রাফিক সিগনালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা বাসটি আটকায়। সেখানেই হাতেনাতে ধরা পড়ে ওই দুষ্কৃতী।
মালদা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুমন সাহা। বাড়ি কোচবিহারের দিনহাটা এলাকায়। ধৃতকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

[ আরও খবরঃ নবম শ্রেণির ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments