দুই পরিবারের মধ্যে ঝামেলা, ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত আট
top of page

দুই পরিবারের মধ্যে ঝামেলা, ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত আট

বিয়ের পর থেকে দুই পরিবারের মধ্যে ঝামেলা চলছিল। আজ সকালে ফের সেই বিবাদ চরমে ওঠে। দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় দুইপক্ষের আটজন। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের তালতাল গোপালপ্রসাদ এলাকায়।


আক্রান্তদের নাম জুলফিকার শেখ (৪২), আলীম শেখ (৩৫), আনাই কালমী (১২), মোয়াজ্জেম আলি (৩০), জাহানারা বিবি (২২), শালেক শেখ (২৫) ও মোজাম্মেল সেখ (৬৫)। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার বছর আগে মোয়াজ্জেম আলির বোন, জাহানারা বিবির সাথে বিয়ে হয় সালেক শেখের। অভিযোগ, বিয়ের পর থেকেই জাহানারা বিবির ওপর মানসিক ও শারীরিক অত্যাচার করত স্বামী সহ পরিবারের সদস্যরা। এনিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। সেই বিবাদকে কেন্দ্র করে আজ সকালে একে অপরের ওপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের মোট আটজন আক্রান্ত হয়। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page