ব্যালট কারচুপির চেষ্টা করছে তৃণমূল, প্রচারে এসে মন্তব্য শতরূপের
top of page

ব্যালট কারচুপির চেষ্টা করছে তৃণমূল, প্রচারে এসে মন্তব্য শতরূপের

আম চুরি করতে গিয়ে ধরা পড়লেও আমরা বাড়ি থেকে বেরোতে লজ্জা পেতাম। আর এরা কোটি কোটি টাকা চুরি করে, চাকরি চুরি করে ধরা পড়ে, ইডির কাছে হাজিরা দিয়ে গলায় মালা পরে ভোট চাইছে। কত বেহায়া মরলে একটা তৃণমূল নেতা জন্মায়! এদের ঝেঁটিয়ে বিদায় দিন৷ মালদায় দলীয় প্রার্থীর সমর্থনে এসে মন্তব্য করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ৷


প্রচারে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। সংবাদচিত্র।

প্রচারের শেষ দিনে রতুয়া-২ নম্বর ব্লকের সম্বলপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে আসেন শতরূপ৷ প্রথমে সম্বলপুরে একটি প্রচার মিছিল ও পরে জনসভায় অংশ নেন শতরূপ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতরূপ বলেন, এবার গণতান্ত্রিকভাবে ভোট হবে৷ খবর পেয়েছি, থানায় অতিরিক্ত ব্যালট পাঠানোর জন্য বিডিও অফিস থেকে মৌখিক অর্ডার দেওয়া হচ্ছে৷ তৃণমূল ওই ব্যালট নিয়ে কারচুপি করতে চায়। তবে এবার কারচুপি করা অত সহজ হবে না৷ তৃণমূল যদি একটা ব্যালট পেপারের নকশা বদলাতে আসে, ওদের মুখের নকশা বদলে দিতে হবে৷ গোটা দেশ হিংসামুক্ত রাজনীতির দিকে এগোচ্ছে৷ আর শুধুমাত্র এবারের পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত রাজ্যে ১৮ জন মারা গিয়েছেন৷ তবে এবার মারতে এসে পালটা মারও খেয়েছে শাসকদলের লোকজন। কংগ্রেসের সঙ্গে সব আসনে জোট হয়নি। তবে যেখানে বামফ্রন্ট শক্তিশালী সেখানে বামফ্রন্টকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। পরবর্তীতে বাম ও কংগ্রেস একসঙ্গে জেলাপরিষদে বোর্ড গঠন করবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page