বিজেপির সমর্থনে পঞ্চায়েত দখল তৃণমূলের
বিজেপি পঞ্চায়েত সদস্যের সমর্থনে গ্রামপঞ্চায়েত দখল করল শাসকদল। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ ব্লকের মহানন্দপুর গ্রামপঞ্চায়েতে।
মহানন্দপুর গ্রামপঞ্চায়েতে আসন সংখ্যা ১৫। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৩টি, কংগ্রেস ৭টি, বামফ্রন্ট ২টি, বিজেপি ২টি ও ১টি আসন পায় নির্দল। নির্দলের সমর্থনে প্রধান নির্বাচিত হন কংগ্রেসের গোপাল চৌধুরি। প্রধানের দুর্নীতির অভিযোগ তুলে নির্দল সদস্য তথা উপপ্রধান মহবুবল আলম বিজেপি ও সিপিআইএমকে নিয়ে জোট বেঁধে অনাস্থা ডাকে। আদালতের নির্দেশে কয়েক সপ্তাহ আগে তলবি সভায় কংগ্রেসের প্রধান অপসারিত হয়। আজ পঞ্চায়েতের নতুন বোর্ড গঠন করা হয়। বিজেপি-সিপিআইএম সহ আটজন পঞ্চায়েত সদস্যের সমর্থনে বোর্ড দখল করে তৃণমূল।
বিজেপির এক পঞ্চায়েত সদস্য নিরঞ্জন মণ্ডল জানান, নিজের ইচ্ছেতেই তৃণমূলকে সমর্থন করেছেন। কংগ্রেস পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে পঞ্চায়েত পরিচালনা করত। তাই প্রধানকে অপসারণ করা হয়েছে।
অপসারিত কংগ্রেসের প্রধান গোপাল চৌধুরি বলেন, এলাকায় অনেক কাজ করা হয়েছে। তৃণমূল কাটমানি না পাওয়ায় অনাস্থা ডাকে। মহানন্দপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে যায়নি। বিজেমূলের দখলে গেল।
[ আরও খবরঃ পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সাহায্যের দাবি পরিবারের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments