top of page

নারদ কাণ্ডে গ্রেফতারির পরে বিক্ষোভ মালদাতেও

ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনায় বিক্ষোভ মালদাতেও। আজ দুপুরে চাঁচলে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা৷



উল্লেখ্য, আজ সকালে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নারদ কাণ্ডে গ্রেফতার করে সিবিআই৷ এরপর থেকেই রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ মিছিল শুরু হয়ে যায়। বাদ যায়নি মালদাও। দুপুরে চাঁচলের নবনির্বাচিত বিধায়ক নীহাররঞ্জন ঘোষের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুরগামী ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল৷



নীহারবাবু বলেন, অগণতান্ত্রিক ভাবে তৃণমূলে সৈনিকদের গ্রেফতার করা হয়েছে৷ বিজেপি সরকার এভাবে রাজ্য সরকারে উপর চাপ তৈরি করতে চাইছে৷ একই অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি নেতাদের গ্রেফতার করা হয়নি। আইন সকলের জন্য এক হওয়া উচিত। বাংলার লোকজন অত্যাচারের বিরুদ্ধে সবসময় লড়াই করে আসছে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios

No se pudieron cargar los comentarios
Parece que hubo un problema técnico. Intenta volver a conectarte o actualiza la página.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page