top of page

ধর্ষণের অভিযোগ তুলতে ‘চাপ’ তৃণমূল নেতার

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক নাবালকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে নির্যাতিতা শিশুর পরিবারের ওপর অভিযোগ তুলে নেওয়ার চাপ দেওয়ার অভিযোগ উঠল ওই নাবালকের বাবা তথা এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে। খুনের হুমকি দেওয়ার পাশাপাশি এলাকায় এক ঘরে করে দেওয়ার অভিযোগও তুলেছেন নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন।উল্লেখ্য, গত অক্টোবর মাসে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে গাজোলের এক নাবালকের (১৭) বিরুদ্ধে। নির্যাতিতা শিশুর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত নাবালককে। আদালতের নির্দেশে বর্তমানে জুভেনাইল হোমে রয়েছে অভিযুক্ত নাবালক। ওই নাবালকের বাবা এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। অভিযোগ, ঘটনার পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অবশেষে সমস্ত ঘটনা জানিয়ে পুলিশসুপারের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকজন।


পুলিশসুপার জানান, আইন সকলের জন্য সমান। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page