top of page

নির্বাচনে দল বিরোধী কাজের অভিযোগে বহিস্কার তৃণমূল নেতা

নির্বাচনে দল বিরোধী কাজের অভিযোগে পাঁচ নেতা-নেত্রী সহ বহিষ্কার করা হল তৃণমূল পরিচালিত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে৷ এই ঘটনা প্রতিহিংসার রাজনীতি বলে সাফাই পঞ্চায়েত সমিতির সভাপতির। যদিও এখনও এনিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷



কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুধীর দাস জানান, বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন দল বিরোধী কাজ করেছেন৷ অন্য দল থেকে টাকা নিয়ে দলের বিপক্ষে কাজের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে৷ তাই ব্লক নেতৃত্বের বৈঠকে ওই নেতা-নেত্রীদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তের কথা দলের জেলা সভানেত্রী মৌসম নুর ও মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে জানানো হয়েছে।



বহিষ্কৃত পঞ্চায়েত সমিতির সভাপতি টিংকু রহমান বিশ্বাস জানান, এটা সাবিনা ইয়াসমিন গোষ্ঠীর প্রতিহিংসামূলক রাজনীতি৷ বিধানসভা নির্বাচনে আমার নির্বাচনি এলাকায় দলীয় প্রার্থী সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে রয়েছেন৷ দলীয় আইন অনুযায়ী ব্লক কমিটি এভাবে বহিষ্কার করতে পারে না৷



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page