নাবালিকাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
top of page

নাবালিকাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জমি বিবাদের জেরে এক নাবালিকাকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর গ্রামপঞ্চায়েত এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা দুই ভাই সুকুমার মণ্ডল ও সুদাম মণ্ডলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। আজ সকালে জমি মাপার জন্য আমিন ডাকা হয়। অভিযোগ, জমি মাপার কাজ শুরু হতেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ বেঁধে যায়। এরপরই স্থানীয় তৃণমূল নেতা নারায়ণ মণ্ডল ও তার সঙ্গীরা ঘটনাস্থলে পৌঁছে সুদাম মণ্ডলের হয়ে জমি মাপার কাজকে প্রভাবিত করে। প্রতিবাদ করায় সুকুমারবাবুকে মারধর করতে শুরু করেন নারায়ণ মণ্ডল ও তার সঙ্গীরা। সুকুমারবাবুকে বাঁচাতে গেলে মারধর করা হয় তাঁর নাবালিকা মেয়েকেও। ওই নাবালিকার শ্বাসকষ্ট দেখা দিলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সুকুমারবাবু।



যদিও ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page