হরিশ্চন্দ্রপুরে ব্যবসায়ী অপহরণে অভিযুক্ত তৃণমূল নেতা
এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠল গ্রামপঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কাউয়ামারী নয়াটোলায়। কেউ অন্যায় করলে দল পাশে থাকবে না বলে মন্তব্য জেলা তৃণমূল নেতৃত্বের।
বিহারের দ্বারভাঙ্গা এলাকার বাসিন্দা অজয়কুমার সাহানি। বর্তমানে তিনি হরিশ্চন্দ্রপুর এলাকায় মাখনা চাষের কাজে এসেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধেয় তিনটি মোটরবাইকে চেপে পাঁচ-ছয়জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে কাউয়ামারী নয়াটোলা এলাকায় মাখনা ফ্যাক্টরি থেকে অজয়বাবুকে অপহরণ করে। স্থানীয়দের দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই অপহরণ করা হয়েছে। গত বছরও এনিয়ে বিবাদ বেঁধেছিল দুই পক্ষের মধ্যে। সেই সময় স্থানীয়দের তৎপরতায় সেই বিবাদ মিটে যায়। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু জানিয়েছেন, কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না। প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
[ আরও খবরঃ নিখোঁজ বিজেপি বিধায়ক! থানায় জমা পড়ল মিসিং ডায়ারি ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentarer