top of page

সেঞ্চুরি পেট্রোলের, প্রতিবাদে রাস্তায় তৃণমূল

মালদা জেলায় ইতিমধ্যে সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। দিনের পর দিন পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হতে থাকায় মাথায় হাত পড়েছে আম-আদমির।


পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। মালদা জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় জেলা নেতৃত্ব। শহরের গৌড়রোড পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্য নেতৃত্ব।



অন্যদিকে, ভ্যানে মোটরবাইক নিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করল চাঁচল তৃণমূল কংগ্রেস কমিটি। প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে পহরিয়া পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মীরা। উপস্থিত ছিলেন চাঁচল-১ ব্লক যুব তৃণমূলের সভাপতি জয়ন্ত দাস সহ অন্যান্য তৃণমূল কর্মীরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page