খগেনের পালটা কমিশনে অভিযোগ তৃণমূলের
গতকালই তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিদায়ী সাংসদ। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও জানিয়েছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবার পালটা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল তৃণমূল।
আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, গতকাল বিদায়ী সাংসদের মন্তব্য নিয়ে আমরা রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। ইতিমধ্যে দলের তরফে সেই অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত গাইড লাইন ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। আমাদের কমিশনের ওপর ভরসা রয়েছে। আগামী দিনে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হলে তা জানানো হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentarai