Search
চাঁচলে সংখ্যালঘু বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Apr 23, 2021
- 1 min read
ভোটের আগে সংখ্যালঘু বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মী চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে চাঁচল বিধানসভা এলাকার খরবা গ্রামপঞ্চায়েতের দুর্গাপুরে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আক্রান্ত বিজেপি কর্মীর নাম মজনু সেখ। তাঁর অভিযোগ, সংখ্যালঘু হয়ে বিজেপি করার জন্য তাঁর ওপর হামলা করা হয়েছে। সমস্ত ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সুমিত সরকার।
বিজেপির অভিযোগ ভিত্তিহীন দাবি করে তৃণমূলের ব্লক সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী জানান, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
[ আরও খবরঃ কালিয়াচকে গোপন ডেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments