top of page

ভারত অন্তর্ভূক্তির ৭৫ বছর পূর্তিতে মালদায় উড়ল তেরঙ্গা

মালদা জেলার ভারতে অন্তর্ভূক্তির ৭৫ বছর পূর্তি উদযাপন করল মালদা শিল্পী সংসদ। আজ সকালে মালদা শহরের মুক্তমঞ্চ এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করা হয়।


১৯৪৭ সালে ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও ভাগাভাগির নিরিখে পূর্ব পাকিস্তানের অধীনে ছিল মালদা সহ বেশ কয়েকটি জেলার একাধিক অংশ। দাঙ্গার আবহে ১৪ অগাস্ট রাত থেকে মালদা জেলা প্রশাসনিক ভবনে উড়েছিল পাকিস্তানের পতাকা। জারি ছিল কারফিউ। মালদা জেলার ভারতের অন্তর্ভূক্ত করতে উদ্যোগ নেন স্বাধীনতা সংগ্রামীরা। অবশেষে ১৭ অগাস্ট মালদা জেলা সহ বেশ কিছু জেলার একাধিক অংশকে ভারতের অন্তর্ভূক্ত করা হয়। ১৮ অগাস্ট মালদা জেলায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ সেই দিনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে মালদা জেলা শিল্পী সংসদের উদ্যোগে মুক্তমঞ্চ এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা, শিক্ষাবিদ সুস্মিতা সোম, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page