কলাগাছ দিয়ে তৈরি বাক্স, গোরু পাচারের নয়া ফান্ডা
top of page

কলাগাছ দিয়ে তৈরি বাক্স, গোরু পাচারের নয়া ফান্ডা

কথায় বলে বজ্র আঁটুনি ফস্কা গেরো। ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে এই ভরা বর্ষায় যখন নদীতে জলের পরিমান বেড়ে যায় তখন কলাগাছের সাহায্যে বাক্স তৈরি করে তার মধ্যে গোরু ঢুকিয়ে নদীতে ফেলে দিয়ে বাক্স পাচার করার এক অভিনব ব্যবস্থা করেছে পাচারকারিরা।


গোপনসূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বুধবার রাতে সুলতানগঞ্জ এলাকা থেকে দশ চাকার দুটি ট্রাক আটক করে। ট্রাকগুলি থেকে ৩৬টি গোরু উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ছয় লক্ষ টাকা। এই সঙ্গে এই কাজে যুক্ত থাকার জন্য পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মহঃ সিতাব শেখ, শাহজাহান শেখ ও আক্তারুল শেখের বাড়ি কালিয়াচকের অচিনটোলা গ্রামে ও মোস্তাকিন শেখের বাড়ি কালিয়াচকের শেরপুর গ্রামে। অপর ব্যক্তি এনামুলের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। পুলিশের বক্তব্য যে ট্রাক দুটি গোরু নিয়ে পাচারের উদ্দেশ্যে মালদা থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। পুলিশের অনুমান নদীপথে কলাগাছের ভেলার সাহায্য গোরুগুলিকে পাচার করা হত। ধৃতদের বৃহস্পতিবার মালদা আদালতে পেশ করেছে পুলিশ।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page