top of page

রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসককে মারধর, নার্সিংহোমে ভাঙচুরের অভিযোগ

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে মালদা শহরের মকদুমপুর এলাকায় একটি নার্সিংহোমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মৃতের পরিবারের বিরুদ্ধে।


নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, মহিলা সংক্রান্ত রোগের সমস্যা নিয়ে নার্সিংহোমে ভরতি হয়েছিলেন কালিয়াচকের সুজাপুর বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা শামীমা খাতুন (২৮)। চিকিৎসা চলাকালীন গতকাল রাত দশটা নাগাদ মৃত্যু হয় ওই রোগীর। রোগী মৃত্যুর বিষয়টি জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় নার্সিংহোম চত্বরে।



অভিযোগ, প্রসূতি বিশেষজ্ঞ এক চিকিৎসককে বেধড়ক মারধর করে রোগীর পরিজনেরা। ভাঙচুর চালানো হয় নার্সিংহোমে। কাচের জানালা, টেবিল চেয়ার সহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তিন অভিযুক্তকে আটক করে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page