মেডিকেল কলেজের চিকিৎসক ও অধ্যাপকদের বিশেষ প্রশিক্ষণ শিবির
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 8, 2021
- 1 min read
Updated: Oct 18, 2021
মালদা মেডিকেল কলেজের চিকিৎসক ও অধ্যাপকদের নিয়ে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির। গতকাল থেকে এই শিবির শুরু হয়েছে। আজ এই শিবিরে প্রায় ৩০ জন চিকিৎসক ও অধ্যাপক অংশ নেন।
মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, চিকিৎসাশাস্ত্র পড়াশোনার পাশাপাশি আরও বেশকিছু নতুন সহযোগী বিষয় উঠে এসেছে। প্রতিটি বিষয়ে গুরুত্বের সঙ্গে এই কর্মশালায় ব্যাখ্যা করা হচ্ছে। চিকিৎসকদের রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করবেন, রোগীর মৃত্যু বা শারীরিক অবস্থার অবনতি হলে কীভাবে তা রোগীর আত্মীয়দের কাছে তুলে ধরবেন এইসব বিষয় নিয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুক্রবার দ্বিতীয় দিনে প্রায় ৩০ জন চিকিৎসক ও অধ্যাপক এই কর্মশালায় অংশ নিয়েছেন। ন্যাশনাল মেডিকেল কমিশন এই ধরনের প্রশিক্ষণকে বাধ্যতামূলক করেছে।

[ আরও খবরঃ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments