ভুয়ো স্টিকার লাগানো গাড়ি ধরপাকড় অভিযানে ট্র্যাফিক পুলিশ
top of page

ভুয়ো স্টিকার লাগানো গাড়ি ধরপাকড় অভিযানে ট্র্যাফিক পুলিশ

ফের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি ধরপাকড় অভিযানে নামল মালদা জেলা ট্র্যাফিক পুলিশ। পাশাপাশি হেলমেট বিহীন গাড়িও আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজ সকাল থেকে মালদা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় পুলিশ।


ট্র্যাফিক ইনস্পেকটর শান্তিনাথ পাঁজা, ওসি বিটুল পালের নেতৃত্বে এই অভিযান চলে। শান্তিনাথবাবু জানান, মোটরবাইক চালক ও আরোহী দুজনকেই হেলমেট ব্যবহার করতে হবে। যে সমস্ত চালক হেলমেট ছাড়া মোটরবাইক চালাচ্ছিলেন তাদের আটক করে ফাইন করা হয়েছে। পাশাপাশি প্রাইভেট মোটরবাইক কিংবা গাড়িতে পুলিশ, বিএসএফ, সিআরপিএফ এধরণের কোনও স্টিকার ব্যবহার করা যাবে না। এধরণের বেশ কিছু গাড়ি আটক করে সেই সব স্টিকার তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই ধরণের গাড়ি ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০টি গাড়ি আটক করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page