লিচুর দাম নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- 8 minutes ago
- 1 min read
মালদা জেলা জুড়ে তাপমাত্রার পারদ ৪০ এর এদিক ওদিক ঘোরাঘুরি করছে। সময় মতো বৃষ্টির অভাব আর পোকামাকড়ের উপদ্রবে লিচুর বেশিরভাগ মুকুল ঝড়ে গিয়েছে। জেলায় এবার মাত্র ২০ শতাংশ লিচুর উৎপাদন হতে পারে বলে মনে করছেন চাষিরা। যার প্রভাব পড়েছে বাজারেও। ইতিমধ্যে সে সমস্ত লিচু বাজারে এসেছে তার প্রতি পিস বিকোচ্ছে তিন থেকে চার টাকায়। ব্যবসায়ীদের কথায় আরও আশঙ্কা, দিন যত যাবে, লিচুর দামও তত বাড়বে৷
মালদা জেলায় প্রায় ১৫৭০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়৷ সবচেয়ে বেশি লিচু চাষ হয় কালিয়াচকের তিনটি ব্লকে। চাষিদের দাবি, গত কয়েকবছর ধরেই লিচু চাষে লাভের মুখ দেখতে পাচ্চেন না চাষিরা। চলতি মরশুমে লিচুর মুকুল ভালোই এসেছিল। কিন্তু সময় মতো বৃষ্টি না হওয়ায় এবং কীটপতঙ্গের কারণে বেশিরভাগ মুকুল ঝড়ে গিয়েছে।

এক লিচু ব্যবসায়ী রাজু শেখ জানান, চলতি মরশুমে লিচুর দাম খুব বেশি৷ অন্যান্য বছর লিচুর দাম তুলনামূলক অনেকটা কম থাকে। কিন্তু এবছর হাজার লিচুর জন্য আমাদের দু হাজার আটশো থেকে নয়শো টাকা দিতে হচ্ছে। স্বভাবতই ক্রেতাদের ৩-৪ টাকা দরে প্রতি পিস লিচু নিতে হচ্ছে। সেই কারণে এবছর ব্যবসাও ভালো হচ্ছে না।
আরেক লিচু ব্যবসায়ী সাহিল শেখ জানাচ্ছেন, প্রতিকুল আবহাওয়ার জন্যই এবছর লিচুর উৎপাদন অনেক কম৷ সেই কারণেই এখনই বাজারে লিচুর দাম অনেক। কিছুদিন পর থেকে লিচু বাইরে যেতে শুরু করলে আরও লিচুর দাম বাড়বে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন