top of page

স্ত্রীকে খুনের অভিযোগে আটক স্বামী

এক গৃহবধূকে গলা টিপে খুন করার দায়ে স্বামীকে আটক করল পুলিশ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল থানার রামপুর গ্রামে৷ পুলিশি জেরায় স্বামী ঘটনার দায় স্বীকার করলেও এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে চাঁচল থানার তরফে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷


মৃতার নাম নাজেদা পারভিন (২৮)৷ বছর দশেক আগে একই গ্রামের নওয়াজ শরিফের সঙ্গে তাঁর বিয়ে হয়৷ বিয়ের পর শ্বশুরবাড়িতে অশান্তি শুরু হওয়ায় নাজেদার বাবা নুরুল ইসলাম গ্রামেই দু’কাঠা জমি কিনে মেয়ে আর জামাইয়ের জন্য বাড়ি বানিয়ে দেন৷ তখন থেকে সেই বাড়িতেই থাকতেন নওয়াজ-নাজেদা৷ ইতিমধ্যে তাঁদের দুটি সন্তানও হয়৷ তারপরেও সোমবার রাতে নওয়াজ কেন গলা টিপে স্ত্রীকে খুন করল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে৷


নুরুল সাহেব জানান, ‘গতকাল পাত্রপক্ষ আমার আরেকটি মেয়েকে দেখতে এসেছিল৷ এই উপলক্ষ্যে নাজেদা আর নওয়াজও ছেলেমেয়ে নিয়ে এসেছিল৷ সারাদিন ওরা আমার বাড়িতে ছিল৷ খাওয়াদাওয়াও করেছে৷ রাত ১০টার পর ওরা নিজেদের বাড়ি চলে যায়৷ রাত ১২টা নাগাদ জানতে পারি, নওয়াজ আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে৷ কেন ও এমন ঘটনা ঘটাল জানি না৷ ওদের মধ্যে সম্প্রতি কোনও ঝামেলার খবরও শুনতে পাইনি৷ আমার সঙ্গে জামাইয়ের সম্পর্কও খুব খারাপ ছিল না৷ ওদের আমি দু’বছর নিজের পয়সায় খাইয়েছি৷ বাড়ি তৈরির সময় নওয়াজ যখন যত টাকা চেয়েছে দিয়েছি৷ তারপরেও ও এমন ঘটনা কেন ঘটাল? পুলিশের কাছে ও স্বীকার করেছে, ও নিজেই নাজেদাকে গলা টিপে মেরেছে৷ তবে এই ঘটনার পিছনে ওর বাবা-মায়ের ষড়যন্ত্র আছে কিনা জানি না৷ এখনও পর্যন্ত আমি থানায় অভিযোগ জানানোর সময় পাইনি৷ তবে অভিযোগ জানাব৷ আমি ওর কঠোর শাস্তি চাই৷’


নাজেদার দাদা সাবির আলির বক্তব্য, ‘নওয়াজের সঙ্গে অন্য কোনও মেয়ের সম্পর্ক রয়েছে৷ তার জন্যই ও আমার বোনকে গলা টিপে খুন করেছে৷ ওদের মধ্যে দাম্পত্য কলহ ছিল৷ সেটা আমার বাবা-মাও জানে৷ তবে আমরা সবসময় বোনকে বুঝিয়ে স্বামীর ঘর করতে পাঠিয়েছি৷ গতকাল আমাদের বাড়িতেই ওরা ছিল৷ রাত সাড়ে ১০টার পর ওরা নিজেদের বাড়ি ফিরে যায়৷ আর রাত ১২টা নাগাদ জানতে পারি বোন আর নেই৷’


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চাঁচল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্ত স্বামীকেও আটক করা হয়েছে৷ তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি৷ সেই অভিযোগ জমা পড়লে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page