ইন্দো-বাংলা সীমান্তে এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি সাংসদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- 2 minutes ago
- 1 min read
কাশ্মীরের মত এয়ার ডিফেন্স সিস্টেম মালদায় ইন্দো-বাংলাদেশ সীমান্তে মোতায়েনের দাবি তুললেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। বুধবার বিএসএফ কর্মীদের সংবর্ধনা জানানোর পরেই এমন দাবি তোলেন খগেন মুর্মু। যদিও তাঁর এমন দাবিতে কোনো মন্তব্য করেনি বিএসএফ কর্তৃপক্ষ।
এদিন পুরাতন মালদার মুচিয়া বিএসএফ ক্যাম্পে ১২ নম্বর ব্যাটেলিয়নের কর্মীদের সংবর্ধনা জানান খগেন। সঙ্গে ছিলেন দলের উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ আরও অনেকে৷ ফুলের তোড়া দিয়ে, মিষ্টি মুখ করিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের মনোবল বৃদ্ধি করেন বিজেপি নেতৃত্বরা।

খগেন জানান, জওয়ানরা দেশের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন৷ দেশের মানুষদের রক্ষা করার জন্য তাঁরা আন্তর্জাতিক সীমান্তে দাঁড়িয়ে বৈদেশিক শত্রুদের সঙ্গে মোকাবিলা করছেন। আজ আমরা তাঁদের সংবর্ধনা জানিয়েছি৷ মালদা জেলায় সীমান্তের বেশ কিছু অংশে এখনও কাঁটাতারের বেড়া নেই। কারণ, সেই কাজের জন্য জমি দেওয়া হচ্ছে না৷ এখানেও অনেক স্পর্শকাতর এলাকা রয়েছে। কাশ্মীরে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের আক্রমণ সামলেছে৷ এই ডিফেন্স সিস্টেম এখানেও বসানো হলে বাংলাদেশের তরফের যে কোনও আক্রমণ আমরা প্রতিহত করতে পারব। এনিয়ে আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন