top of page

১৭ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার কারবারি

এক কেজি ব্রাউন সুগার সহ এক কারবারিকে গ্রেফতার করল সিআইডির মালদা ও উত্তর দিনাজপুর শাখা। ধৃতকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতকে ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।



গতকাল ভোরে কালিয়াচকের শাহবাজপুর গ্রামের ভগবানটোলা এলাকায় হানা দেয় সিআইডির মালদা ও উত্তর দিনাজপুর শাখা। তথ্য অনুযায়ী এক ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় প্রায় ১ কেজি ব্রাউন সুগার। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম ভাস্কর মণ্ডল ওরফে ধর্মু (৩০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাস্কর ভিনরাজ্যে শ্রমিকের কাজ করত। সম্প্রতি তার জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসায় এলাকারবাসীর মনে সন্দেহ দেখা দেয়। সিআইডির রাডারে আসে ভাস্কর। সিআইডির কাছে তথ্য আসে ভাস্কর ব্রাউন সুগারের একটি বড়ো ডিল করতে চলেছে। তার আগেই সিআইডি ভাস্করের বাড়িতে হানা দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে।


গতকাল ধৃতকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় সিআইডি। গতকালই ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়। বিচারক সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page