করোনার ধাক্কায় ইন্দো-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য তলানিতে
জনজীবনের পাশাপাশি করোনার ব্যাপক প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যে৷ মালদা জেলার মহদিপুর স্থল বাণিজ্য বন্দর দিয়েই আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ ৫০ শতাংশ কমে গিয়েছে বলে দাবি করেছেন মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্য।
মহদিপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ সদস্য সমীর ঘোষ জানান, করোনাভাইরাস এখন আন্তর্জাতিক মহামারী৷ করোনাভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত স্থল বন্দর দিয়ে পর্যটকদের যাতায়াত বন্ধ করেছে৷ মহদিপুর সীমান্ত দিয়ে পাথর, সিমেন্টের পাশাপাশি বিভিন্ন পচনশীল খাদ্যসামগ্রীও বাংলাদেশে রপ্তানি হয়৷ এই মুহূর্তে সীমান্তে কয়েক হাজার পিঁয়াজ বোঝাই লরির পাশাপাশি ফল বোঝাই লরি দাঁড়িয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে পণ্য রপ্তানিতেও কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করতে পারে৷ রপ্তানি বন্ধ হলে ক্ষতি মুখে পড়তে হবে। মহদিপুর সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৮০০ কোটি টাকার ব্যবসা হত৷ করোনার জন্য ব্যবসার পরিমাণ অন্তত ৫০ শতাংশ কমে গিয়েছে।
মহদিপুর সীমান্ত দিয়ে পাথর, সিমেন্টের পাশাপাশি বিভিন্ন পচনশীল খাদ্যসামগ্রীও বাংলাদেশে রপ্তানি হয়৷ এই মুহূর্তে সীমান্তে কয়েক হাজার পিঁয়াজ বোঝাই লরির পাশাপাশি ফল বোঝাই লরি দাঁড়িয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে পণ্য রপ্তানিতেও কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করতে পারে৷
Comentários