top of page

জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ টোটোচালকদের

পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে ফের বিক্ষোভ টোটো চালকদের। এদিন দুপুরে সিআইটিইউ-র সমর্থনে মালদা জেলা টোটো অ্যান্ড ই-রিক্সা ড্রাইভার ও অপারেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা শহরে বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের কাছে ডেপুটেশন তুলে দেন।


Toto
পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে ফের বিক্ষোভ টোটো চালকদের।

উল্লেখ্য, শহরে যানজট রুখতে গত চারদিন ধরে গ্রামাঞ্চলের টোটোগুলিকে শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শহরের যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন খানিকটা সাফল্য পেলেও ক্রমাগত টোটো চালকদের আন্দোলনে মুখে পড়তে হচ্ছে জেলা প্রশাসনকে। চলছে টোটো(#Toto) চালকদের অবরোধ, বিক্ষোভ মিছিল। এদিন দুপুরে ফের শহরে বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের কাছে ডেপুটেশন তুলে দেন সিআইটিইউ-র সমর্থনে মালদা জেলা টোটো অ্যান্ড ই-রিক্সা ড্রাইভার ও অপারেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। টোটোচালকদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল টোটো চালকদের সচিত্র পরিচয়পত্র প্রদান করা, পঞ্চায়েত এলাকার টোটোগুলিকে শহরাঞ্চলে প্রবেশ করতে দেওয়া, অবিলম্বে শহরের টোটো শো-রুমগুলি বন্ধ করা৷


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page