সকাল থেকে ধর্মঘটে টোটো, দুপুরে বিক্ষোভ মিছিল
টোটোচালকদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে আজ সকাল থেকে ধর্মঘট পালন করছেন টোটোচালকরা। পাশাপাশি আজ সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর ব্যাটারি চালিত মোটরভ্যান ইউনিয়নের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সারা শহর পরিক্রমা করে জেলাশাসকের হাতে ডেপুটেশন তুলে দেয়।
সিপিএম নেতা কৌশিক মিশ্র বলেন, তৃণমূলের পুলিশ ও সিভিক ভলান্টিয়ার টোটোচালকদের নানাভাবে হেনস্তা করছে। চাবি কেড়ে নেওয়া, টোটো আটকে রাখা এভাবে হেনস্তা করে তৃণমূল নেতাদের মদতে তোলাবাজি চালাচ্ছে পুলিশ। তারই প্রতিবাদে সিআইটিইউ ইউনিয়নের পক্ষ থেকে আজ জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে টোটোচালকরা ধর্মঘট করছেন। টোটোচালকদের দাবি না মানা হলে এই ধর্মঘট চলবে, পুরসভা ঘেরাও করা হবে।
[ আরও খবরঃ দুই পঞ্চায়েতে ৬৮ লক্ষের তছরুপের অভিযোগ মালদায় ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments