টোটো পাচার চক্রের হদিশ মিলল ইংরেজবাজারে
টোটো পাচার চক্রের হদিশ মিলল ইংরেজবাজারে। চারটি চোরাই টোটো সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ।
সোমবার রাতে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ মিলকি আটগ্রাম এলাকায় হানা দেয়। চারটি চোরাই টোটো সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম শেখ জাহাঙ্গীর এবং মিঠুন মোমিন। ধৃতদের বাড়ি ওই এলাকাতেই।
পুলিশ সূত্রে জানা গেছে, শহর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে টোটো গুলি চুরি করে ওই এলাকায় জমা করেছিল ধৃতরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা আরও বেশ কিছু টোটো লুকিয়ে রেখেছে। সেই টোটোগুলি উদ্ধার করতে পুলিশি হেপাজতের আবেদনে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ বাড়ি ফেরার পথে আটকায় ছিনতাইকারী, আক্রান্ত মা ও ছেলে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments