top of page

নীহাররঞ্জন ঘোষের কুশপুতুল পোড়াল টোটো চালকরা

Updated: Aug 17, 2020

ইংরেজবাজার পুরসভার উদ্যোগে টোটো পাকড়াও করে তাঁদের বাধ্য করা হচ্ছে ই-রিকশা কিনতে। এদিন এই অভিযোগ তুললেন মালদা জেলা টোটো অ্যান্ড ই-রিক্সা ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়নের সদস্যরা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষের কুশপুতুল দাহ করে এদিন বিক্ষোভ দেখান হয় শহরের পোস্ট অফিস মোড়ে। এই বিক্ষোভের কারণ হিসেবে ইউনিয়নের সদস্যরা জানালেন, টোটো চালকদের উপর পুলিশ প্রশাসনের অমানবিক জুলুমের কথাও। ১২ ঘণ্টা টোটো চালান বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন টোটো চালক ও মালিকরা। বিক্ষোভ প্রদর্শনের পর সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক টোটোর চালকদের টোটো চালানোর অনুমতিপত্র প্রদান, অবিলম্বে টোটো(#Toto) শোরুম বন্ধ সহ একাধিক দাবি নিয়ে অতিরিক্ত জেলাশাসকের কাছে একটি দাবি পেশ করা হয়।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page