ওল্ড মালদার দুই টোটোচালক হত্যার খুনি গ্রেফতার
জোড়া খুনের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃতকে আজ জেলা আদালতে তোলা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মে সাহাপুরের ডিস্কো মোড় সংলগ্ন এলাকা থেকে পুলিশ দুই টোটোচালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে৷ তদন্ত শুরু করে মালদা থানার পুলিশ আটক করে বেশ কয়েকজনকে৷ অবশেষে সাহাপুর থেকে গ্রেফতার করা হয় ইংরেজবাজারের বাগবাড়ির বাসিন্দা কুশ মণ্ডলকে৷ কুশের বিরুদ্ধে এর আগেও বহু মামলা রয়েছে৷ আদালতের মাধ্যমে ৩ দিন হেপাজতে নেওয়ার পর কুশকে দফায় দফায় জেরা করে পুলিশ জানতে পারে, এই জোড়া খুনের ঘটনাতেও তার হাত রয়েছে৷ আজ তাকে ফের জেলা আদালতে পাঠায় মালদা থানার পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কুশ ছাড়াও আরও কয়েকজন জড়িত৷ ঘটনার পর থেকেই তারা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। কুশের হেপাজত থেকে ৮টি টোটো উদ্ধার হলেও, মৃত দুই টোটো চালকের টোটো উদ্ধার হয়নি। তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত দুই টোটো চালক কিরণজিৎ ও উজ্জ্বল নিজেদের টোটো নিয়ে অসামাজিক কাজকর্ম করত৷ গত ৩ মে রাতে সেই বেআইনি ব্যবসার বখরা নিয়ে কুশের সঙ্গে তাদের ঝামেলা বাধে৷ তখনই কুশ সহ আরও কয়েকজন ছুরি দিয়ে তাদের খুন করে।
Коментарі