top of page

কাটমানি দিলেই মিলবে লোন, অভিযুক্ত ব্যাংক ম্যানেজার

ব্যাংক থেকে লোন নিতে হলে দিতে হবে কাটমানি, এমনই অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটায়। অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক ম্যানেজারের বিরুদ্ধে। নথিপত্র না থাকায় লোন মেলেনি বলে পালটা দাবি ম্যানেজারের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুর এলাকায়।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিসেবা আগে ভালো ছিল। কিন্তু নতুন ব্রাঞ্চে ম্যানেজার যোগদান করার পরই সমস্ত কাজেই ঢিলেমি হচ্ছে। লোন পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। অন্তত ১০ শতাংশ কমিশন দিলেই লোন দেওয়া হচ্ছে। কাগজপত্র ঠিক থাকলেও ব্রাঞ্চ ম্যানেজার নানা অজুহাতে লোন দিচ্ছেন না। গাড়ি কেনা থেকে শুরু করে বাড়ি তৈরি, সব কিছুতেই লোন নিতে গেলে দিতে হচ্ছে কাটমানি। বাধ্য হয়ে গ্রাহকরা ব্যাংকের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন।



বিপ্লব গুপ্তা নামে এক গ্রাহক জানান, এক বছর আগে আমার লোনের প্রয়োজন ছিল। কাগজপত্র থাকলেও টাকা না দেওয়ায় লোন পাওয়া যায়নি। বাধ্য হয়ে লোনের ১০ শতাংশ কাটমানি দিতে হয়েছিল। ব্যাংকের কাস্টমার মিট না হওয়ায় অভিযোগ জানাতে পারেনি। শুনতে পেলাম অনেকেই এধরণের হেনস্তার শিকার হয়েছেন।


অভিজিৎ গুপ্তা নামে আরেক গ্রাহক জানান, তিন বছর আগে আগের ম্যানেজার আমার ১০ লাখ টাকার লোনের ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু এই ম্যানেজার আসার পর আমি ১০০ বার ব্যাংকে গিয়েও লোনের কাজ হয়নি। বিভিন্ন অজুহাত দেখিয়ে লোন বাতিল করে দিয়েছে। আসলে উনি ১০ লক্ষ টাকা লোনের জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন। কাটমানি না দেওয়ায় লোন মেলেনি। উনি বলছেন নথিপত্র ঠিক নেই। আমি প্রতিবছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি আমার সমস্ত নথিপত্র রয়েছে। তারপরেও আমাকে লোন দেওয়া হয়নি।



অভিযুক্ত ব্যাংক ম্যানেজার সঞ্জয় কুমার সিং জানান, সব অভিযোগ ভিত্তিহীন। যাঁদের কাগজপত্র ঠিক নেই, তাঁরা লোন পাচ্ছেন না। লোন পাইয়ে দেওয়ার জন্য আমি কখনই টাকা দাবি করিনি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page