খেলা হবে… পদ্ম ফুলের মেলা হবে, স্লোগান ঘিরে তরজা
বিজেপির দেওয়াল লিখনে খেলা হবে স্লোগান। আর এই দেওয়াল লিখনের স্লোগানকে তীব্র কটাক্ষ করল রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় শাসকদল, বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চাঁচলে।
একুশের নির্বাচনের দামামা আর কিছুদিন পরেই হয়তো বাজাবে নির্বাচন কমিশন। নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্যে এসে পৌঁছেছে আধাসামরিক বাহিনী। সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে বহু আগে থেকেই। প্রার্থী তালিকা ঘোষণা না হলেও শুরু হয়েছে দেওয়াল লিখন। কিন্তু এবার নির্বাচনি স্লোগান হিসেবে ইতিমধ্যে ট্রেন্ডিংয়ে রয়েছে খেলা হবে। চাঁচলের অধিকাংশ দেওয়ালে বিজেপির পক্ষ থেকে সেই স্লোগানকে নিয়েই দেওয়াল লিখন শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছে "খেলা হবে… পদ্ম ফুলের মেলা হবে…। খেলবে জনতা, দেখবে মমতা"। আর এই দেওয়াল লিখনের তীব্র কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির বাংলায় ঢুকে তৃণমূল কর্মীদের ভাড়া করে নিজের দল বাড়াচ্ছে। শুধু তাই নয় রাজ্যের শাসকদলের স্লোগানকেও ভাড়া করতে হচ্ছে বিজেপিকে।
[ আরও খবরঃ মণিপুরি গাঁজা পাচারের ছক আটকাল পুলিশ, ধৃত দুই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios